চিটামিলের একটি পাবে এক যুবক মারাত্মক ছুরিকাহত।
রোববার সন্ধ্যায় ম্যানচেস্টার চিটামিলের হানি স্ট্রিটে অবস্থিত কুইন্স আর্ম পাবে ২০ বছর বয়সী এক যুবকে মারাত্মক ছুরিকাহত করেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীদের মতে, আক্রান্ত যুবকটি কুইন্স আর্ম পাবে অবস্থান কালে একদল সশস্র যুবক ভিতরে ঢুকে লম্বা চাপাতি সদৃশ ছুরা দিয়ে এলো পাথারি কোপাতে থাকে।
উপর্যুস্ত আঘাতের ফলে যুবকটি এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে আক্রমণকারীরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে অজ্ঞাত দুই ব্যক্তি আহত যুবকটি হাসপাতালে ফেলে রেখে চলে আসে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে। ফরেনসিক অফিসার ও পুলিশের অন্যান্য বিভাগের অফিসাররা ঘটনাস্থল সহ আশে পাশের বিভিন্ন জায়গা থেকে আলামত সংগ্রহের চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, আমরা প্রত্যক্ষদর্শীদের জীবনবন্দি থেকে ঘটনার বিবরণ নেয়ার চেষ্ঠা করছি। তাছাড়া পাবের সি সি টিভি ফুটেজ ও বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। যে দুই অজ্ঞাত ব্যক্তি আহত যুবকটিকে হাসপাতালে পৌঁছে দেন, তাদের খোঁজে বের করে জবানবন্দি নেয়ার চেষ্ঠায় আছি।
আহত যুবকটির অবস্থা আশংকাজনক। তার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।





