#গ্রেটার ম্যানচেস্টার

গ্রেটার ম্যানচেস্টার লক ডাউন নীতিতে কঠোর অবস্থান সরকারের

গত বৃহস্পতিবার (৩০শে জুলাই) রাতে আকস্মিক ভাবেই সরকার গ্রেটার ম্যানচেস্টারের আওতাধিন ১০টি কাউন্সিল ও মেট্রোপলিটন বারায় লক ডাউন ঘোষণা করে।

গত দুই সপ্তাহে আশংখাজনক ভাবে করোনা আক্তান্ত রোগীর সংখ্যা রেকর্ড করা হয় ম্যানচেস্টার, টেমসাইড ও রচডেল বারায়। ওল্ডহাম আগে থেকেই সংক্রমণের শীর্ষে ছিলো এখন আরো বাড়তির পথে। পরিস্থিতি সামাল দিতে সরকার আর কোন বিকল্প না পেয়ে এই পদক্ষেপ নেয়।

লক ডাউনে সকল বারা ও কাউন্সিল অধিবাসীদের নিজের ঘরের মানুষ ব্যতিত অন্য কাউকে ঘরে প্রবেশ করানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। রেস্তুরাঁ ও পাব স্বাস্থ্যবিধি মেনে যথা নিয়মে খোলা থাকবে। লক ডাউন কার্যকর করতে পুলিশ বদ্ধ পরিকর বলে জানিয়েছেন গ্রেটার ম্যানচেস্টার পুলিশের মুখপাত্র।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *