গ্রেটার ম্যানচেস্টার পুলিশের অস্ত্র উদ্ধার
গত কয়েকদিনে গ্রেটার ম্যানচেস্টারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ সব অস্ত্রের মধ্যে রয়েছে নকল পিস্তল, ছোরা, কষ ইত্যাদি।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সূত্র মতে জানা যায় যে, তারা বেশ কিছুদিন ধরেই অস্ত্র উদ্ধার অভিযানের পরিকল্পনা করছিল ওয়াইগান, বল্টন, বারি এবং লেইয়ের কিছু এলাকায়। তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে নিশ্চিত হয়ে নিয়ে গত সপ্তায় একযোগে অস্ত্র উদ্ধারে নামে পুলিশ।





