#গ্রেটার ম্যানচেস্টার

গ্রেটার ম্যানচেস্টারে ওমিক্রন সংক্রমণ বেড়েই চলেছে।

গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারায় আশংকাজনকভাবে বাড়ছে কভিড -১৯ এর নতুন ধরণ ওমিক্রনের সংক্রমণ। প্রতিটি বারাই জাতীয় গড় সংক্রমণ অনুপাত ছাড়িয়ে গেছে, যার মধ্যে সালফোর্ড সিটি কাউন্সিল সর্বোচ্চ। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির তথ্য মতে, ডিসেম্বরের ২৫ তারিখ পর্যন্ত প্রতি লাখে ১৭৯৪.১ সংক্রমণ সংখ্যা নিয়ে চার্টে সবার উপরে আছে সালফোর্ড এবং সর্বনিম্ন বলটন প্রতি লাখে ১২০৪.২ জন।

গত এক সপ্তাহে গ্রেটার ম্যানচেস্টারে ৪৩,৭৯৬ জনের দেহে ওমিক্রন ধরা পড়েছে যা এর আগের সপ্তাহ থেকে ১৮,৮২০ জন বেশি। শতকরা হারে এই বৃদ্ধি ছিল প্রায় ৭৫ ভাগ।

গেল এক সপ্তাহে সমগ্র রিজনে ওমিক্রন সংক্রমণের অনুপাত ছিল প্রতি লাখে ১৫৪৪.৫ যা জাতীয় গড় অনুপাত ১২২৬ থেকে বেশি।

এনএইসএস নর্থের সূত্র মতে, ডিসেম্বরের ২১ তারিখ পর্যন্ত গ্রেটার ম্যানচেস্টারের হাসপাতালগুলিতে ওমিক্রনে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছেন ২৬০ জন, যার মধ্যে ৩১ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *