গ্রেটার ম্যানচেস্টারে এক সপ্তাহে ৬১,৫৬১ জন করোনা পজিটিভ।

বাতাসের মতো ছড়াচ্ছে করোনা ভাইরাস। গত বছর অক্টোবর থেকে গ্রেটার ম্যানচেস্টার জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। কোভিড – ১৯ এর একাধিক ভ্যারিটেন্টের প্রকোপে সংক্রমণের উর্ধগতি রোধ হচ্ছে না কিছুতেই। পাবলিক হেলথ ইংল্যান্ডের সূত্র মতে জানুয়ারির ১ তারিখ পর্যন্ত এই রিজনে এক সপ্তাহে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬১,৫৬১ জন।
গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারাতেই বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা। এর মধ্যে ওয়াইগানে বেড়েছে সবচেয়ে বেশি। এখানে প্রতি লাখে আক্রান্তের অনুপাত হচ্ছে ২৫২৩.৯ । এদিক দিয়ে ম্যানচেস্টার কাউন্সিল সর্বনিম্নে অবস্থান করছে। এখানে প্রতি লাখে সংক্রমণের অনুপাত ১৯২৪.৮ । এই রিজনের ১০টি বারাই ইংল্যান্ডের জাতীয় গড় সংক্রমণ অনুপাতের অনেক উপরে। এই মুহূর্তে ইংল্যান্ডের জাতীয় গড় সংক্রমণ অনুপাত হচ্ছে ১৭০২ প্রতি লাখে।
জানুয়ারির ১ তারিখ পর্যন্ত গ্রেটার ম্যানচেস্টারে কোভিড -১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫০০ জন, যা বিগত সপ্তাহ হতে ১৮২ জন বেশি। এর মধ্যে ৩৯ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।