গ্রেটার ম্যানচেস্টারের সালফোর্ডে গাড়ির আঘাতে একব্যক্তি মারাত্মকভাবে আহত।

গ্রেটার ম্যানচেস্টারের সালফোর্ডে একটি গাড়ি দুর্ঘটনায় একজন ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার (১৯ জানুয়ারি) ভোর ৩.৩০টার দিকে ওর্সলির লেই রোডে একটি বিএমডব্লিউ গাড়ি কার্বে আঘাত করার পর ফুটপাথে উঠে একটি বাড়ির বাইরে ইটের প্রাচীরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ৩০ উর্ধ একজন পুরুষ গুরুতর আহত হয়েছেন এবং ৪০ উর্ধ একজন মহিলাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশের গুরুতর সংঘর্ষ তদন্ত ইউনিট (SCIU) ঘটনাটি তদন্ত করছে।