গ্রেটার ম্যানচেস্টারের করোনা সংক্রমণ আবারো বাড়তির দিকে !

গ্রেটার ম্যানচেস্টারের ৪টি বারায় আবারো বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস সংক্রমণ। বিগত কয়েক মাসে ট্রাফোর্ড বারায় সংক্রমণ সর্বোচ্চ থাকলেও, গত কয়েকদিনে আরো ৪টি বারায় আক্রান্তের সংখ্যা বেড়েছে।
ট্রাফোর্ড বারায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখনো সর্বোচ্চ। নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত এই বারায় কোভিডে আক্রান্তের সংখ্যা ছিল ৪২৫.১ (প্রতি লাখে) ।
সেপ্টেম্বর থেকে এই বারায় ক্রমাগত বাড়তে থাকে করোনা সংক্রমণ, যা অক্টোবরের প্রথম সপ্তাহে এসে সর্বোচ্চে পৌঁছে। অক্টোবরের ৭ তারিখে ট্রাফোর্ড বারায় প্রতি লাখে আক্রান্তের সংখ্যা ছিল ৮৩২.৬ । গত দুই সপ্তাহে ২৫ শতাংশ কমে আসলেও, পাবলিক হেলথ ইংল্যান্ডের সূত্রমতে, এর পরিমান শুধু রিজনে নয় পুরো দেশ সর্বোচ্চ।
ন্যাশনাল হেল্থ সিকিউরিটি এজেন্সীর সূত্র মতে, নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত ট্রাফোর্ড ছাড়াও আরো চারটি বারায় সংক্রমের উর্ধগতি রেকর্ড করা হয়েছে। বারাগুলি হলো- ওয়াইগান, সালফোর্ড, বলটন ও ম্যানচেস্টার। গ্রেটার ম্যানচেস্টারের ৫টি বারা করোনা ভাইরাসে আক্রান্তের দিক দিয়ে এখনো জাতীয় গড় অনুপাতের উপরে রয়েছে।
নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত এক সপ্তাহে পুরো রিজনে আক্রান্তের সংখ্যাছিল ১০,০০৯ জন। এরমধ্যে ২৮৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৪১ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। গত ২৮ দিনে কোভিড -১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন।
এই মুহূর্তে সংক্রমণের দিক দিয়ে সর্বনিম্নে আছে ওল্ডহ্যাম। নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যাছিল ২৬৪.৭ (প্রতি লাখে) ।