গ্রেটার ম্যানচেস্টারের ৪টি বারায় করোনা সংক্রামন বাড়ছে।
বিগত কয়েক মাস ধরে গ্রেটার ম্যানচেস্টারের করোনা ভাইরাসের সংক্রামণের হার কমতির দিকে ছিল।
গত ২২ এপ্রিল পর্যন্ত ১০টি বারার মধ্যে ৬টিতে করোনা রোগীর সংখ্যা কমে গেলেও বেড়েছে ৪টিতে। এই চারটি বারা হচ্ছে ট্রাফোর্ড, স্টকপোর্ট, সালফোর্ড ও বেরি।
পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য মতে, ট্রাফোর্ড ও সালফোর্ডে বেড়েছে ৮%, স্টকপোর্টে ৯% এবং বেরিতে ২% সংক্রামন বৃদ্ধি পেয়েছে।
এপ্রিলের ২২ তারিখ পর্যন্ত সপ্তাহান্তের গড় আনুপাতিক হার বিশ্লেষণ করে দেখা যায় যে, গ্রেটার ম্যানচেস্টার রিজন এখনও ইংল্যান্ডের অন্যান্য রিজনগুলি থেকে আক্রান্তের দিক দিয়ে সর্বোচ্চে রয়েছে। ইংল্যান্ডের গড় সংক্রামণের হার এই মুহূর্তে ২৪.৮, যেখানে গ্রেটার ম্যানচেস্টারে হচ্ছে ৩৫.৩ । নতুন করে ১,০০০ জন কভিড -১৯ এ আক্রান্ত হয়েছে এই রিজনে।
আংশিক লকডাউন প্রত্যাহারের পর নতুন করে আক্রান্তের সংখ্যা তেমন বৃদ্ধি না পেলেও, এখনই সস্থির নিঃশ্বাস ফেলার সময় আসেনি বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশ্বের অন্যান্য দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের যে তান্ডবের খবর দৃশ্যমান হচ্ছে, তাতে করে যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলিকে নতুন করে স্বাস্থ্যবিধি নির্ণয়ের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।





