#গ্রেটার ম্যানচেস্টার

গ্রেটার ম্যানচেস্টারের স্থানীয় লকডাউন আইন প্রণয়নের ছয়দিন পরেও কার্যকর করা সম্ভব হয়নি

এই অঞ্চলে করোনাভাইরাস আশংকাজনক ভাবে বৃদ্ধির কারণে গত শুক্রবার থেকে বিভিন্ন পরিবারকে নিজ গৃহে দেখা করতে নিষেধাজ্ঞা জারি করে আইন করা হয়েছিল। তবে, আইনগুলি আইনীভাবে কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ একই সময়ে কার্যকর করা হয়নি। নিষেধাজ্ঞাগুলি প্রবর্তনের ছয় দিন পর আজ মধ্যরাত থেকেই আইনটি শেষ পর্যন্ত কার্যকর করা হবে।

শুক্রবার প্রকাশিত গাইডেন্সে বলা হয়েছে যে বিভিন্ন পরিবারের লোকেরা কোনও বেসরকারি বাড়ি বা বাগানে দেখা করা আইনবিরোধী হবে, যদি না তারা কোনও ‘সাপোর্ট বাবলের’ অংশ হয়ে থাকেন। নিয়ম ভঙ্গকারীকের ১০০ পাউন্ড জরিমানা গুনতে হতে পারে ।

গত সোমবার স্বাস্থ্য ও সমাজসেবা অধিদপ্তর স্বীকার করে নিয়েছে আইনগুলি সে রাতেই গ্যাজেট আকারে প্রকাশিত হওয়ার কথা থাকলেই এখনো হয়ে উঠেনি। আর সেখানে কেন বিলম্ব হচ্ছে এবং কোন আইনী ভিত্তিতে আইন প্রয়োগ করা হচ্ছে তা জানতে চাইলে বিভাগটি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, তারা এখনো পর্যন্ত কোন সঠিক দিক নির্দেশনা না পাওয়ায় আইনগুলির প্রয়োগের ব্যাপারটা নিশ্চিত করতে পারছেননা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *