গ্রেটার ম্যানচেস্টারের পুলিশ হন্যে হয়ে খুঁজছে।

লি ফেনেসে, ৪৪ বছর বয়স্ক দুর্ধর্ষ এক চোর। গ্রেটার ম্যানচেস্টারের দুই বারার মানুষদের জীবন অতিষ্ট করে তুলা এই চোরকে খুঁজছে গোটা ম্যানচেস্টারের পুলিশ।
বিগত কয়েক মাসে ওল্ডহ্যাম ও রচডেল বারায় ঘটে যাওয়া দুর্ধর্ষ সকল চুরির নেপথ্যে আছে এই লি। অনেক চেষ্টা করেও লিকে ধরতে পারেনি দুই বারার স্থানীয় পুলিশ। এই মুহূর্তে উক্ত দুই বারার ‘মোস্ট ওয়ান্টেড’ লিস্টে আছে ৪৪ বছর বয়স্ক লি ফেনেসে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ সমস্ত রিজনের অধিবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এই চোরকে ধরতে তারা বদ্ধ পরিকর। লি ফেনেসে সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে ততক্ষনাৎ জিএমপি কে জানাতে অনুরোধ করা হয়েছে।