#গ্রেটার ম্যানচেস্টার

গ্রেটার ম্যানচেস্টারবাসী করোনা টেস্ট করতে ব্যর্থ হচ্ছেন।

ন্যাশনাল হেলথ সোসাইটি (এন এইস এস ) কর্তৃক প্রদত্ত করোনা ভাইরাস টেস্ট ওয়েব সাইটটি গত এক সপ্তাহ ধরে সম্পূর্ণ রুপে অকার্যকর হয়ে আছে। শত শত মানুষ করোনা ভাইরাসের টেস্ট বুকিং করতে ব্যর্থ হচ্ছে।

এন এইস এস গত কয়েকমাস ধরে দেশব্যাপি এই সেবা প্রদান করে আসছে। যেকোন ব্যক্তি বিনামূল্যে ইংল্যান্ডের যেকোন জায়গা থেকে করোনা টেস্টের জন্য বুকিং দিতে পারতেন উক্ত ওয়েব সাইটের মাধ্যমে। নিজের সুবিধা অনুযায়ী দিন, তারিখ, সময় ও স্থান বেছে নিতে পারতেন। সেলফ টেস্টিং সাইটে বা নির্ধারিত হেলথ সেন্টারে গিয়ে নমুনা দিয়ে আসলে ৪৮ ঘন্টার মধ্যে ফলাফল চলে আসতো ইমেইলে অথবা মোবাইলে মেসেজের মাধ্যমে। কিন্তু এখন আর তা সম্ভব হচ্ছেনা ওয়েব সাইটটির কারিগরি ত্রুটির কারণে।

অনেক মানুষ কভিড – ১৯ উপসর্গ নিয়ে অপেক্ষায় আছেন টেস্টের জন্যে। অনেকে কাজে ফিরতে পারছেন না টেস্ট না করিয়ে। অনেক স্কুল শিক্ষার্থীদের ফিরত নিচ্ছেনা টেস্টের ফলাফল না দেখে। এমতাবস্থায় গোটা
পরিস্থিতি অনিশ্চয়তার দিকে এগুচ্ছে।

এদিকে, যে সকল আউট সোর্স কোম্পানিগুলিকে কভিড -১৯ টেস্টের দায়িত্ত্ব দেয়া হয়েছিলো, তারা রোগীর অভাবে অলস সময় কাটাচ্ছে। এ সম্পর্কে এন এইস এস থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *