#গ্রেটার ম্যানচেস্টার

কোরোনায় বাংলাদেশী বংশোদ্ভূত ম্যানচেস্টার পুলিশ সদস্যদের ইন্তেকাল ।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের (GMP)  বাংলাদেশী বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা আব্বাস উদ্দিন আহমেদ ( ৩৫ ) বৃহস্পতিবার দুপুর ১.১৩ মিনিটে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজিউন।

ম্যানচেস্টারের লংসাইড এলাকায় বসবাসকারী আব্বাস উদ্দিন আহমেদ, মৃত বুরহান উদ্দিন আহমেদের সন্তান। পারিবারিক জীবনে তিনি ৫ বছর ও ৩ বছর বয়সী দুই কন্যা সন্তানের পিতা। কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে আব্বাস উদ্দিন আহমেদ কে হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা কালে শারীরিক অবস্থার আরও অবনতি হলে, একপর্যায়ে চিকিৎসকরা আশা ছেড়ে দেন এবং  ৪ ঘন্টা সময় দিয়ে পরিবারের সদস্যদের শেষ বারের জন্যে দেখা করার অনুমতি প্রদান করেন।

তরুণ পুলিশ কর্মকর্তা আব্বাস উদ্দিনের মৃত্যুতে ম্যানচেস্টার বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। অসংখ্য ম্যানচেস্টারবাসী কে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বাণীতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করতে দেখা যায়।

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *