কভিড – ১৯ সংক্রামণে ওল্ডহ্যাম এখনো শীর্ষে
গ্রেটার ম্যানচেস্টারে কভিড – ১৯ সংক্রামণে দিক দিয়ে ওল্ডহ্যাম এখনো সর্বোচ্চ অবস্থানে আছে। করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে এই কাউন্সিলে। ম্যানচেস্টারের অবস্থা গত সপ্তাহ হতে কিছুটা উন্নতির দিকে গেলেও রচডেল এবং টেম সাইড বারার অবনতি লক্ষণীয়।
সর্বনিম্ন রোগীর সংখ্যা নিয়ে ওয়াইগান এখনো নিরাপদ অবস্থানে আছে।





