কভিড – ১৯ সংক্রামণের হার ওল্ডহ্যামে সর্বোচ্চ
গ্রেটার ম্যানচেস্টারে করোনা ভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে ওল্ডহ্যাম কাউন্সিল ৬৭.৯ % । শুরু থেকেই এর মাত্রা উর্ধমুখী হলেও এখন তা ভয়াবহ আকার ধারণ করছে। ৩০শে জুলাই গ্রেটার ম্যানচেস্টার
লক ডাউন ঘোষণা করার পর এখন পর্যন্ত ১৬১ দেহে নিশ্চিত ভাবে কভিড – ১৯ চিহ্নিত হয়েছে। ওল্ডহ্যামকে বর্তমানে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এই রিজনে সংক্রামণের সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ৩৩.১ % নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ম্যানচেস্টার। গ্রেটার ম্যানচেস্টারের অন্যান্য ১০টি বারার পরিসংখ্যানও উর্ধমুখী, তবে ওয়াইগান ৭.৩% নিয়ে কিছুটা ভালো অবস্থানে আছে।
৩০শে জুলাই ঘোষিত লক ডাউন বিধি নীতি গত বৃহস্পতিবার আইন আকারে লিপিবদ্ধ হয়েছে। এখন থেকে পুলিশ আইন ভঙ্গকারীকে সরাসরি আইনের আওতায় এনে জরিমানা প্রদান করতে পারবে।
উল্লেখ্য – নতুন লক ডাউন আইনে বলা আছে যে গ্রেটার ম্যানচেস্টারের কোন অধিবাসী তাদের গৃহে বা গৃহ চত্বরে কোন বহিরাগতকে আনতে পারবেননা, নিজেরাও কারো ঘরে যেতে পারবেননা, এমনকি রেস্তরাঁ ও পাবেও কোন বহিরাগতের সংস্পর্শে আসতে পারবেননা।





