ম্যানচেস্টারে কভিড – ১৯ কেউ মারা যায়নি
গত চারদিনে ম্যানচেস্টার থেকে কভিড – ১৯ আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে মারা যায়নি, অত্যন্ত আনন্দের সাথেই জানিয়েছে এন এইস এস ম্যানচেস্টার। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২১৫০ এই সীমাবদ্ধ আছে।
এদিকে ইংল্যান্ডের হাসপাতালগুলিতে গতকাল আরো ছয়জন মারা গেছে করোনা ভাইরাসে যাদের বয়স ছিলো ৬৫ থেকে ৯৩ বৎসর। এই নিয়ে এখন পর্যন্ত ইংল্যান্ডের হাসপাতালগুলিতে কভিড – ১৯ এ মারা গেলো ২৯,৪১৯ যা অন্যান্য রাজ্যগুলি থেকে বেশী।





