ওল্ডহ্যামে এক মহিলার লাশ উদ্ধার !
গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহ্যাম বারার এক বাসার থেকে এক মহিলার মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। ওল্ডহ্যামের বার্ডসলে ভেইল এভেন্যুর বাসিন্দা এই মহিলা মৃত অবস্থায় তার ঘরে পরে থাকতে দেখা যায়।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে আনুমানিক ১২টার দিকে তাদের কাছে খবর আসে যে, উক্ত মহিলার ঘর থেকে কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তৎক্ষণাৎ স্থানীয় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। অনেক ডাকাডাকির পর কোন সাড়া না পেয়ে, পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে উক্ত মহিলাকে নিসাড় অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে প্যারামেডিক্স পরীক্ষা করে মহিলাকে মৃত ঘোষণা করে।
মহিলার মৃত্যুর কারণ এখনো অজ্ঞাত। পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান শুরু হয়েছে। গোয়েন্দা তলব করা হয়েছে সম্ভাব্য সকল দিক খতিয়ে দেখার জন্যে। মহিলার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।





