ওল্ডহ্যামে এক ব্যক্তি ছুরিকাহত !
শুক্রবার (১২ মার্চ) অপরাহ্নে ওল্ডহ্যাম বারার চেডারটন এলাকা থেকে ছুরিকাহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, আনুমানিক বিকেল ৪টার দিকে চেডারটনের হুইস্টেবল ক্লোজ থেকে আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ছুরিতে আহত হওয়া ব্যক্তিটি আশঙ্কা মুক্ত আছেন। উদ্ধারের পরপরই তাকে এয়ার এম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালের স্থানান্তর করা হয়।
পুলিশ এই মুহূর্তে আশেপাশের এলাকা সীল করে দিয়েছে। গোয়েন্দারা তদন্ত শুরু করে দিয়েছেন। ঘটনার কারণ এখনো জানা যায়নি। আহত ব্যক্তির পরিচয় অজ্ঞাত রয়েছে।





