ওল্ডহ্যামে এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় আহত এক ব্যক্তিকে উদ্ধার করেছে ওল্ডহ্যাম পুলিশ। ঘটনাটি ঘটে রবিবার ভোর ১:১০ মিনিটে ওল্ডহ্যামের কলরিজ রোডে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোর ১:১০ মিনিটের দিকে ওল্ডহ্যামের কলরিজ রোড থেকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ৯৯৯ এ কল আসে। কেউ একজন ফোন করে বলে, এখানে কে বা কাহারা এক ব্যক্তিকে প্রহার করে ফেলে গেছে। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পর পরই পুলিশ আশেপাশের রাস্তাঘাট জনগণের চলাচলের জন্যে বন্ধ করে দেয় এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এখন পর্যন্ত কারোরই পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে আহত ব্যক্তি শঙ্কা মুক্ত আছেন।