#গ্রেটার ম্যানচেস্টার

এসিড নিক্ষেপের দায়ে মহিলা গ্রেফতার।

সাউথ ম্যানচেস্টার থেকে এসিড নিক্ষেপের দায়ে এক মহিলাকে গ্রেফতার করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। ঘটনাটি ঘটে সাউথ ম্যানচেস্টারস্ত উইলব্রাহাম রোডে।

পুলিশ সূত্র মতে জানা যায়, শনিবার আনুমানিক ৩:২০ মিনিটে উইলব্রাহাম রোডে ২৩ বৎসর বয়সি এক তরুণী এক যুবকের মুখে তরল জাতীয় কিছু পদার্থ ছুড়ে মারে।
এসিড জাতীয় দাহ্য পদার্থ ছুড়ে মারা হয়েছে সন্দহে তৎক্ষণাৎ পুলিশে খবর দেয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ বৎসর বয়সি আক্রান্ত সেই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অভিযুক্ত তরুণীকে আটক করে।

প্রাথমিক তদন্ত শেষে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ গণমাধ্যমকে জানায় যে, ঘটনার সত্যতা পাওয়া গেলেও নিক্ষেপকৃত তরল কোন এসিড নয়। পুলিশ নিশ্চিত করে বলেনি ছুড়ে দেয়া তরল পদার্থ আসলে কী ছিলো এবং কেনই বা সেই তরুণী এই ঘটনা ঘটিয়েছে।

অভিযুক্ত তরুণীকে জামিন দেয়া হয়েছে। এখন পর্যন্ত দুজনের কারোরই পরিচয় পাওয়া যায় নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *