#গ্রেটার ম্যানচেস্টার

ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে ২০০ জন করোনায় আক্রান্ত।

গত ১০ দিনে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের ২০০ জন শিক্ষার্থী ও স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নর্থ ওয়েস্টের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একক ভাবেই এটাই সর্বোচ্চ।

ভাইস চ্যান্সেলর ন্যান্সি রুথওয়েল এই তথ্য নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরো বলেন, উনিভার্সিটির পক্ষ থেকে প্রতিদিন করোনা ভাইরাস সংক্রামণের তথ্য উপাত্ত প্রকাশ করা হবে।

বেশিরভাগ আক্রান্ত শিক্ষার্থী ফেলোফিল্ড এলাকায় অবস্থিত হলগুলি থেকে পাওয়া গেছে। কর্তৃপক্ষ এর কারণ খতিয়ে দেখার চেষ্ঠা করছেন। ইতিমধ্যে সকল শিক্ষার্থী ও স্টাফদের স্বাস্থ্যবিধি পূর্ণাঙ্গ রূপে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি অসুস্থতার লক্ষণ নিয়ে শিক্ষাঙ্গনে আশা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

পাবলিক হেলথ অধিদপ্তর ম্যানচেস্টারের পক্ষ থেকে প্রতিনিয়ত ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখা হচ্ছে এবং শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থায় কোন স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *