#গ্রেটার ম্যানচেস্টার

আমাকে ধরতে পারলে ওরা মেরে ফেলতো !

হোটেলের কারপার্কে জাম্পার ও ট্র্যাকস্যুট বটম পরিহিত শিশুদের দিক বিদিক ছুটে বেড়ানো পায়ে বল নিয়ে, বলে দেয় কতটা নির্ভিক ও স্বতঃস্ফূর্ত তাদের জীবন এখন। অথচ কয়েক সপ্তাহ আগে এই শিশুরাই আতংকে ঘর হতে বের হতো না। অনিশ্চিত জীবনের উৎকণ্ঠা শুষ্ক করে রেখেছিল তাদের পিতা মাতার কণ্ঠ।

আফগানিস্তান থেকে উদ্ধার হওয়া হাজারো শিশুর জীবন যেন আলোয় উদ্ভাসিত হয়েছে যুক্তরাজ্যে এসে।
তালেবান ক্ষমতা দখলের পর, প্রতিশ্রুতি অনুযায়ী ব্রিটিশ সরকার প্রায় পাঁচ হাজার আফগানকে যুক্তরাজ্যে নিয়ে আসে, এর মধ্যে প্রায় দুই হাজার এই মুহূর্তে গ্রেটার ম্যানচেস্টারের বিভিন্ন বারার হোটেলে অবস্থান করছে। এমনই একটি হোটেলে গিয়ে দেখা যায়, কারপার্ক ভর্তি হয়ে আছে আফগান শরণার্থী শিশুদের দিয়ে। আশেপাশে ঘুরতে দেখা যায় তাদের অভিভাবকদেরকেও।

ইব্রাহিম(ছদ্মনাম) নামক ৩০ উর্ধ এক আফগান শরণার্থীর সাথে কথা বলে জানা যায়, তিনি আফগান সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। তালেবান ক্ষমতা দখলের পর প্রাণ ভয়ে স্ত্রী ও তিন সন্তানকে সঙ্গে করে জীবন বাজি রেখে ব্রিটিশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজে করে ম্যানচেস্টারে এসে পৌঁছেন। তিনি বলেন, ‘তালেবান যদি আমাকে পেত, তাহলে মেরে ফেলতো। আমি আমার জন্যে ভাবি না, তবে আমার স্ত্রী ও সন্তানদের কি হতো। আমি সৌভাগ্যবান যে অন্তত মৃত্যু ভয় নিয়ে বেঁচে থাকতে হবে না।’

এ রকম হাজারো পরিবার আজ সস্থির নিঃশ্বাস নিচ্ছে যুক্তরাজ্যের মাটিতে। ফেলে আসা জন্মভূমির জন্যে কষ্ট হলেও, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে নিশ্চিন্ত হচ্ছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *