#গ্রেটার ম্যানচেস্টার

অবশেষে শুক্রবার মধ্যরাত থেকে গ্রেটার ম্যানচেস্টার টায়ার -৩ লক ডাউনে যাচ্ছে।

দীর্ঘ ৮ দিনের টানা আলোচনার পর সরকার তাদের পূর্ববর্তী পরিকল্পনা অনুযায়ী গ্রেটার ম্যানচেস্টারকে টায়ার -৩ (ভেরি হাই রিস্ক) লক ডাউনের আওতায় নিয়ে আসতে যাচ্ছে। আগামী শুক্রবার (২৩ অক্টোবর) মধ্যরাত থেকে এই লক ডাউন কার্যকর হবে।

গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারার পক্ষে ম্যানচেস্টার মেয়র এন্ডি বারহাম, কাউন্সিল লিডার স্যার রিচার্ড লিস গত আট দিন ধরে সরকারের সাথে দেন দরবার করে যাচ্ছেন টায়ার -৩ লক ডাউন না দেয়ার জন্যে। ক্ষয়িষ্ণু অর্থনীতির পতন ঠেকাতে গ্রেটার ম্যানচেস্টার কম্বাইন্ড অথরিটি কোন মতেই সর্বোচ্চ লক ডাউনে যেতে চাইছিলো না। কিন্তু সরকার তাদের সিদ্ধান্তে অনড়। করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গ ঠেকাতে যেকোন মূল্যে সরকার এই লক ডাউন বাস্তনায়ন করতে বদ্ধ পরিকর।

প্রাথমিক পর্যায়ে আগামী ২৮দিন এই লক ডাউন বলবৎ থাকবে। পরবর্তীতে অবস্থা বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেয়া হবে। লক ডাউন পরিস্থিতি মোকাবেলার জন্যে গ্রেটার ম্যানচেস্টার কম্বাইন্ড অথরিটির পক্ষ থেকে ৬৫ মিলিয়ন পাউন্ডের প্রণোদনা চাইলেও সরকার আপাতত ২২ মিলিয়ন দিতে সম্মত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *