৫০% ডিসকাউন্ট নিয়ে ইন্ডিয়ান রেস্টুরেন্টে প্রতারণা।
কারী ইন্ডাস্ট্রিকে ব্যবসা বান্ধব করতে ব্রিটিশ সরকার ৫০% হ্রাসকৃত মূল্যে রেস্টুরেন্টে গিয়ে খেতে জনগণ কে উৎসাহিত করছে। অর্থাৎ একজন মানুষ রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার পর যে বিল আসবে তার অর্ধেক কাস্টমার দিবেন বাকি অর্ধেক সরকার দিবে। সরকারের এই সিদ্ধান্তে জনগনের মাঝে ব্যাপক সাড়া পড়ে। এই অবস্থায় ব্রিটেনের নাম কড়া ব্র্যান্ডেড রেস্টুরেন্ট গুলোতে বুকিং পাওয়া দায় হয়ে দাঁড়ায়। দামি রেস্টুরেন্টের সামনে ঘন্টার পর ঘন্টা মানুষ কে অপেক্ষা করতে দেখা যায়। এমতাবস্থায় অনেকে ভালো মানের ভারতীয় উপমহাদেশের রেস্টুরেন্ট গুলোতে ভিড় জমান।
কিন্তু এই ৫০% ডিসকাউন্টের সুযোগ নিয়ে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে ভয়াবহ জালিয়াতির অভিযোগ পাওয়া যাচ্ছে। এক শ্রেণীর রেস্টুরেন্ট ব্যবসায়ী এই সুযোগ কে কাজে লাগিয়ে মূল খাবার তালিকা বদলে খাবারের দাম বাড়িয়ে নতুন একপাতার খাবারের মেন্যু বানিয়ে নিয়েছেন। অর্থাৎ একজন কাস্টমার ৫০% ডিসকাউন্টে খেয়ে প্রকৃত মূল্যের চেয়ে নিজের অজান্তে প্রতারিত হয়ে অতিরিক্ত অর্থ দিয়ে যাচ্ছে। আর মুনাফা লোভী রেস্টুরেন্ট ব্যবসায়িরা সরকারের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে।
ইতিমধ্যে এই নিয়ে স্থানীয় কাউন্সিল গুলোতে অভিযোগ দেয়া শুরু হয়েছে। নাম প্রকাশ না করার সূত্রে একজন কাউন্সিলর বলেন, যেকোনো সময় কাউন্সিল অভিযান পরিচালনার জন্যে প্রস্তুতি নিচ্ছে।





