স্ট্রীটফোর্ডে ছুরিকাঘাতে একজনের মৃত্যু !
গ্রেটার ম্যানচেস্টারের স্ট্রীটফোর্ড এলাকায় পঞ্চাশঊর্ধ এক ব্যক্তি ছুরির আঘাতে মৃত্যুবরণ করেন। তার নাম এমেইল অ্যান্ডার্সন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সূত্র মতে, গত শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে স্ট্রীটফোর্ডের ডেভিহম রোডে এমেইলের বাসা থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায় প্রতিবেশীরা। কারো সাথে অতি উচ্চস্বরে তর্কাতর্কি করছিলেন তিনি। এক পর্যায়ে আর্তচিৎকার ভেসে আসে এবং তার বাসা থেকে দ্রুত কাউকে পালিয়ে যেতে দেখা যায়। তৎক্ষণাৎ পুলিশে খবর দেন প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ আনুমানিক রাত ৯:৪০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে প্যারামেডিক্সদের সহায়তায় দ্রুত তাকে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার কিছুক্ষন পর কর্তব্যরত ডাক্তার এমেইলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার রহস্য উন্মোচনে গোয়েন্দারা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন। হত্যার সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন আলামত সংগ্রহে সচেষ্ট হয়েছেন তারা। হত্যায় সম্পৃক্ততা থাকার অভিযোগে গিলভি অ্যান্ডার্সন নামক আটান্ন বছর বয়সী এক ব্যক্তিকে ট্রাফোর্ড থেকে গ্রেফতারে সমর্থ হন গোয়েন্দারা। তাকে বর্তমানে রিমান্ডে রাখা হয়েছে এবং খুব শিগ্রী কোর্টে পেশ করা হবে।





