#গ্রেটার ম্যানচেস্টার

স্টকপোর্ট বারায় করোনা সংক্রমণ সর্বোচ্চ।

সেপ্টেম্বরের ১৮ তারিখ পর্যন্ত গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারার মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে ১টিতে কমেছে ৮টিতে এবং অপরিবর্তীত আছে ১টিতে। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রেকর্ড হয়েছে স্টকপোর্টে বারায় ৩৬৬.১ (প্রতি লাখে) ।

পাবলিক হেল্থ ইংল্যান্ডের সূত্র মতে, সেপ্টেম্বরের ১৮ তারিখ পর্যন্ত সপ্তাহান্তে গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারার সম্মিলিত সংক্রমণের হার ছিলো ২৬৭.২ (প্রতি লাখে) ।

এরমধ্যে ৮টিতে করোনা ভাইরাসের সংক্রমণ সংখ্যা কমেছে, ট্রাফোর্ডে বেড়েছে (৩২৪.১) এবং ম্যানচেস্টারে অপরিবর্তীত আছে (২০৬.০)। ম্যানচেস্টার সিটি কাউন্সিল আক্রান্তের দিক দিয়ে এই মুহূর্তে সবনিম্নে আছে।

সেপ্টেম্বরের ১৮ তারিখ পর্যন্ত সপ্তাহান্তে এই রিজনে ৭৫৭৭ মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যা বিগত সপ্তাহগুলি থেকে ১৫৩৬ জন কম। পুরো রিজনে কোভিডে আক্রান্ত হয়ে ৩৯ জন রোগী মারা গেছেন।

ডেল্টা ভ্যারিয়ান্ট পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে এসেছে। যদিও ইংল্যান্ডের গড় সংক্রমণের হিসেবে গ্রেটার ম্যানচেস্টার অনুপাত অনেক বেশী, তবে সার্বিক অবস্থা শুরুর থেকে এখন অনেকটাই ভালো।

এই রিজনে ৬০ উর্ধ মানুষই বেশি কোভিডে আক্রান্ত হচ্ছেন। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতির কারণে এই বয়সের মানুষরা বেশি আক্রান্ত হচ্ছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *