স্টকপোর্ট থেকে বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার !
ডেনিস (৬৯) ও লিন্ডা কোপার (৭২) নামের এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ স্টকপোর্ট বারার হ্যাজেল গ্রোভ এলাকার সান্ডোন রোডের এক বাসা থেকে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশীদের ফোন পেয়ে তারা মৃতদ্বয়ের বাসায় এসে পৌঁছায়। ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ৭:৩০ মিনিটের দিকে দরজা ভেঙে ভিতরে ঢুকে উক্ত দম্পতিকে মৃত অবস্থায় আবিষ্কার করে।
মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ ময়না তদন্তের জন্যে লাশদুটিকে মর্গে পাঠিয়েছে। খুন বা অস্বাভিক মৃত্যুর বিষয়টা গোয়েন্দারা খতিয়ে দেখছেন।





