লেভেনজুমে ছুরিকাহত এক যুবক।
ম্যানচেস্টার লেভেনজুম এলাকার মদিনা সুপার মার্কেটের
ভিতরে ছুরিকাহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে লেভেনজুমের স্টকপোর্ট রোডে অবস্থিত মদিনা সুপার মার্কেটের ঠিক সামনে একটি গাড়ি এসে থামে। ছোরা হাতে গাড়ি হতে নেমে এক ব্যক্তি সুপার মার্কেটের ঠিক পাশে পেভমেন্টে অবস্থান নেয়া আরেক যুবককে এলো পাথারি কোপাতে আরম্ভ করে। এই অবস্থায় আক্রান্ত যুবকটি বাঁচার জন্যে মদিনা সুপার মার্কেটের ভিতরে ঢুকে পড়লে আততায়ী তার পিছু ধাওয়া করে।
মার্কেটের ভিতরে তাদের মধ্যে ধস্তা ধস্তি হয়। এক পর্যায়ে আহত যুবকটি মাটিতে লুটিয়ে পড়লে আক্রমণকারী পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও প্যারামেডিস্ক দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আহত যুবকটিকে হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনা স্থল ও তার আশ পাশ ঘিরে রেখেছে। ফরেনসিক অফিসাররা বিভিন্ন আলামত ও নমুনা সংগ্রহের চেষ্ঠা করছেন।
পুলিশের কাছ থেকে এখনো পর্যন্ত কোন তথ্য বিবরণী পাওয়া যায়নি। আততায়ী ও আহত ব্যক্তিদয়ের পরিচয় এখনো অজ্ঞাত।





