ম্যানচেস্টার মেয়রের করোনা পরিস্থিতি নিয়ে প্রেস বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার দুপুরে, ম্যানচেস্টার কাউন্সিলের মেয়র এনডি বার্নহাম এক প্রেস বিজ্ঞতিতে করোনাকালীন পরিস্থিতি নিয়ে বেশ কিছু বিষয়ের অবতারণা করেন।
তিনি বলেন, গত দুই সপ্তাহ ধরে সরকার কর্তৃক গ্রেটার ম্যানচেস্টারে লক ডাউন ঘোষণার পর থেকে অবস্থার তেমন কোন উন্নতি হয়নি। বিশেষ করে ওল্ডহ্যামের অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারার মধ্যে সংক্রামণের সর্বোচ্চ হার (১০৪.৬) ধরে রেখেছে ওল্ডহ্যাম এবং ওয়াইগান এখনো সর্বনিম্ন (৭) । ম্যানচেস্টারের কভিড -১৯ এর সংক্ৰমিতের সংখ্যা অপরিবর্তীত থাকলেও গড়পর্তায় আশাব্যঞ্জক নয়।
তিনি আরো বলেন, আমারদের কাছে ক্রমাগত ফোন আসছে ব্যবসাহিদের কাছ থেকে। তারা ক্রমাগত জানতে চাচ্ছেন, ‘কবে লক ডাউন খুলে দেয়া হবে ? আমরাকি লেস্টারের পথে এগুচ্ছি কিনা ইত্যাদি ?’
মেয়র সবাইকে আস্বস্ত করে বলেছেন যে, তারা প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে। কভিড -১৯ রোধে সব রকম সহযোগিতা সরকারকে করতে প্রস্তুত গ্রেটার ম্যানচেস্টার, পাশাপাশি সার্বিক অবস্থা পর্যালোচনা করে ব্যবসাহিদের কথাও বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন সরকারকে।
অবশেষে মেয়র এনডি বলেন, আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে স্থানীয় বাসিন্দাদের প্রতি, শুধু অনুরোধ দয়াকরে ঘাবড়ে গিয়ে পরিস্থিতি ঘোলাটে করে তুলবেন না।





