ম্যানচেস্টার ব্যবসায়ী মামুন আহমেদ আই সি ইউ তে।
কভিড -১৯ এ আক্রান্ত হয়ে ম্যানচেস্টারের বিশিষ্ট ব্যবসাহী মামুন আহমেদ রয়েল ইনফার্মারী হসপিটালের আই সি ইউ তে চিকিৎসাধীন আছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সপ্তাহ দুয়েক আগে জ্বর সর্দি কাঁশি নিয়ে তিনি গৃহে অবস্থা করছিলেন। পরবর্তীতে ডাক্তারের পরামর্শে করোনা টেস্ট করালে তা পজিটিভ আসে। এরপর দ্রুত তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। চিকিৎসকের পরামর্শে তাকে ম্যানচেস্টারে রয়েল ইনফার্মারী হসপিটালে ভর্তি করা হয়। দেহের অক্সিজেন ক্রমাগত হ্রাস পেলে তাকে দ্রুত আই সি ইউ তে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ভেন্টিলেশনে আছেন।
মামুন আহমেদ দীর্ঘদিন যাবৎ ম্যানচেস্টারে সুনামের সহিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। রেস্টুরেন্ট, ক্যাশ এন্ড ক্যারি সহ বিবিধ বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত। এছাড়াও তিনি শাহজালাল মসজিদ, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত।
তিনি হবিগঞ্জ জেলার অন্তর্গত বাহুবল উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে ম্যানচেস্টারের লংসাইটে স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। বর্তমানে পরিবারের অন্যান্য সদস্যরা সেলফ আইসোলেশনে আছেন। পরিবারের পক্ষ থেকে তার আশু রোগ মুক্তির জন্যে দোয়া প্রার্থনা করা হয়েছে।





