ম্যানচেস্টারে আবার ও আসছে বাস ধৰ্মঘট

বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসা বাস ড্রাইভারদের ইউনিয়নদের পক্ষ থেকে ৪ দিনের ধর্মঘট শেষে এবার ৬ দিনের ধৰ্মঘটের দিন তারিখ ঘোষণা করা হয়েছে।
অনেক দিন থেকে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবার অক্টোবরের ১১ -১৩, ১৮ ও ২৩ – ২৪ এই ৬ দিন ধৰ্মঘট আহ্বান করা হয়েছে। এতে করে গ্রেটার ম্যানচেস্টারের বিভিন্ন রুটে বাস চলাচল কার্যত বন্ধ থাকবে। এতে করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার কারীরা যে ব্যাপক দুর্ভোগে পড়বে এবং এর বিকল্প ব্যবস্থা হিসেবে এখনো কিছু জানানো হয় নাই।