#গ্রেটার ম্যানচেস্টার

ম্যানচেস্টারের করোনা পরিস্থিতি উন্নতির দিকে।

বিগত কয়েক সপ্তাহের তুলনায় ম্যানচেস্টারের করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমতির দিকে।

পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য মতে, রোববার (১১ অক্টোবর ) পর্যন্ত গত সপ্তাহে সর্বমোট ৪৭৭ (প্রতি ১ লক্ষে ) জনের দেহে কভিড -১৯ শনাক্ত হয়েছে যা এর আগের সপ্তাহ থেকে ১০ ভাগ কম। গত সপ্তাহে এর সংখ্যা ছিলো ৫৮২ ।

বিশেষজ্ঞদের মতে, ম্যানচেস্টার খুব সম্ভবত এর দ্বিতীয় তরঙ্গ পার করে গেছে, তবে এখনো স্থানীয় লক ডাউন তুলে নেয়ার মতো সস্থিজনক অবস্থানে যায়নি। এ সপ্তাহের উন্নতি স্থানীয় কঠোর লক ডাউনের প্রতিফল বলে তারা মনে করেন।

এদিকে, ম্যানচেস্টার কাউন্সিল কর্তৃপক্ষ স্থানীয় লক ডাউন বহাল রাখতে বদ্ধ পরিকর। খুব শিগ্রী প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন তিন স্তরের লক ডাউন নীতি ঘোষণা করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে, যেখানে সংক্রামণের সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন শহরকে ‘মিডিয়াম রিস্ক, হাই রিস্ক ও ভেরি হাই রিস্ক’ এলাকা হিসেবে চিহ্নিত করা হবে। ম্যানচেস্টার কাউন্সিল কর্তৃপক্ষ এই বিষয়েও সরকারের সাথে আলোচনা করবে বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *