ম্যানচেস্টারের একটি রেস্তোরাঁকে ১০,০০০ পাউন্ড জরিমানা।
করোনা মহামারীতে লক ডাউন স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ম্যানচেস্টারের লংসাইটে অবস্থিত সনামধন্য পাকিস্তানী রেস্তোরাঁ ‘সানাম’ কে ১০,০০০ পাউন্ড জরিমানা সহ এক সপ্তার জন্যে সীল করে দিয়েছে পুলিশ।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) গোপন তথ্যের ভিত্তিতে উক্ত রেস্তোরাঁয় উপস্থিত হয়ে পুলিশ প্রায় ৭০ জন অতিথীর উপস্থিতিতে বিবাহ উত্তর অনুষ্ঠান চলছে দেখতে পায়। নতুন লক ডাউন স্বাস্থ্যবিধি অনুসারে কোন বিবাহ অনুষ্ঠানে ১৫ জনের অধিক অতিথী উপস্থিত থাকতে পারবেনা। নিয়মের চেয়ে প্রায় ৫ গুণ অধিক অতিথীর সমাবেশের
মাধ্যমে স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘন করায় পুলিশ বাধ্য হয়ে রেস্তোরাঁটিকে এক সপ্তাহের জন্যে সীলগালা করে এবং পাশাপাশি ১০,০০০ পাউন্ডের সর্বোচ্চ জরিমানা ধার্য করে।





