#গ্রেটার ম্যানচেস্টার

মিডলটনে গাড়ির ধাক্কায় কিশোর নিহত।

গ্রেটার ম্যানচেস্টারের মিডলটন এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৫ বছর বয়সী এক কিশোর। নিহত কিশোরের নাম ডেভন সিমন্ডস। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ডেভন একটি ইলেকট্রিক বাইকে করে রাস্তায় চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছায়, তবে ডেভনকে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ ইতোমধ্যে ৫৯ বছর বয়সী ওই গাড়িচালককে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং স্থানীয়দের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। ডেভনের পরিবারের প্রতি শোক জানিয়ে একটি বিবৃতি দিয়েছে পুলিশ, এবং কেউ যদি ঘটনার সময় কিছু দেখে থাকেন বা তথ্য দিয়ে সাহায্য করতে পারেন, তাহলে যেন তারা তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করেন।

স্থানীয় কমিউনিটিতে এই দুর্ঘটনা গভীর শোকের ছায়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ডেভনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *