বোম্ব স্কোয়ার্ড তলব !
রোববার গ্রেটার ম্যানচেস্টারে দুটি এলাকায় বোম্ব ডিস্পোজাল ইউনিট তলব করা হয়। ঘটনাস্থল দুটি হচ্ছে, সালফোর্ড ও এস্টন আন্ডার লাইন।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ সূত্র মতে, রোববার দুপুরে গ্রেটার ম্যানচেস্টারের এস্টন আন্ডার লাইনের কোনোরি ক্রিসেন্ট এর একটি বাসার বাগানে সন্দেহপূর্ণ একটি বস্তু দেখতে পেয়ে উক্ত ঘরের মালিক পুলিশকে জানান। পুলিশ প্রাথমিক অনুসন্ধান শেষে নিশ্চিত হতে না পেরে বোম্ব ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়। এ সময় আশে পাশের সকল বাসিন্দাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়।
অপর আরেকটি সন্দেহপূর্ন বস্তু সন্ধান মিলে সালফোর্ডের একলস রোডের একটি কার পার্কে রোববার সন্ধ্যায়। গাড়ির ভীতরে সন্দেহপূর্ন বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। কার পার্কের আশে পাশের জন বসতি নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়। খবর পেয়ে বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ আর কোন বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। সন্দেহপূর্ণ বস্তুদয় আদতেই বোম্ব ছিলো কিনা, তা জানা যায়নি।





