নেই কাজ তো ছিনতাইবাজ !
১৯ বছরের যুবক আন্দ্রে ওয়েবারকে যখন ম্যানচেস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে জিজ্ঞাসা করা হলো যে, কেন তুমি একজন পথিকের দামি ভ্রমণ ব্যাগ ছিনিয়ে নিলে, প্রত্যুত্তরে আন্দ্রে জবাব দিয়েছিলো ‘আমার কোন কাজ নেই, কিছু ভালো লাগছিলোনা তাই এই কাজ করেছি যাতে জেলে যেতে পারি। জবাব শুনে বিচারক সহ কোর্টের সবাই বেশ অবাকই হয়েছিলেন ! করোনা মহামারী, কর্মহীনতা, আর্থিক দৈন্যতা মানুষকে কখনো কখনো উন্মাদের পর্যায়ে পৌঁছে দেয়।
উল্লেখ্য, কয়েকদিন আগে ম্যানচেস্টার ভিক্টোরিয়া ট্রাম স্টেশন থেকে একজন যাত্রীর ‘আরমানি ব্যাগ’ ছিনিয়ে নিয়ে আন্দ্রে সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ সি সি টিভির ফুটেজ দেখে আন্দ্রেকে ফার্সউড থেকে গ্রেফতার করে।





