ট্রাফোর্ডে কুকুরের আক্রমণে রক্তাক্ত কিশোরী !
রবিবার ট্র্যাফোর্ডে কুকুরের আক্রমণে মারাত্মক আহত হয়
ছয় বছর বয়সী এক কিশোরী। এই ঘটনার পর পুলিশ ১৭টি কুকুর আটক করে।
বিভিন্ন সূত্রমতে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক ২:৪০ মিনিটের দিকে ট্র্যাফোর্ডের ক্যারিংটনের অ্যাকার্স লেনে এক কিশোরী একদল কুকুরের আক্রমণের শিকার হয়। উক্ত কিশোরীর চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা ঘর থেকে বেরিয়ে এসে এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে পড়েন।
আতঙ্কিত প্রতিবেশীরা জানান যে তারা একটি অল্পবয়সী মেয়ে এবং একজন ব্যক্তিকে কুকুরের সাথে লড়াই করতে দেখেন। পরে একজন মহিলা এসে অচেতন অবস্থায় সেই কিশোরীকে কোলে করে তুলে নিয়ে যান। ভদ্রমহিলাকে উক্ত কিশোরীর মা বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ও এম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
হাসপাতালে সেই কিশোরের অবস্থা স্থিতিশীল আছে বলে জানানো হয়েছে।
এই ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহে পুলিশ ১৭ কুকুর আটক করে। প্রাথমিক অনুসন্ধান এখনো শেষ হয়নি বলে পুলিশ জানিয়েছে।





