গ্রেটার ম্যানচেস্টার টায়ার -৩ লক ডাউনের দিকে এগুচ্ছে।
করোনা মহামারীর শুরুতে জাতীয় লক ডাউনের আওতায় থাকলেও, গত ৩০শে জুলাই হতে স্থানীয় লক ডাউনের মধ্যে আছে গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারা। এর মধ্যে বলটন, ওল্ডহ্যাম ও স্টকপোর্ট আরো একধাপ এগিয়ে নিজস্ব কিছু বাড়তি বিধি নিষেধ যুক্ত করে নিয়েছে।
গত সোমবার (১২ অক্টোবর) প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যের জন্যে নতুন তিন স্তর বিশিষ্ট লক ডাউন নীতি ঘোষণা করেন। এগুলো হচ্ছে, মিডিয়াম রিস্ক, হাই রিস্ক এবং ভেরি হাই রিস্ক ( টায়ার -৩ রিস্ক সিস্টেম ) ।কভিড -১৯ সংক্রামণের সংখ্যার উপর ভিত্তি করে অঞ্চল ভেদে এই সকল টায়ার লক ডাউন প্রয়োগ করা হবে। গ্রেটার ম্যানচেস্টার বর্তমানে টায়ার -২, অর্থাৎ হাই রিস্কে আছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন সরকার এটাকে টায়ার -৩ বা ভেরি হাই রিস্কে পরিবর্তন করতে পারে খুব শিগ্রী।
ম্যানচেস্টার মেয়র ‘এন্ডি বারহাম’ একটি যুক্ত বিবৃতিতে বলেন , যদি সরকার গ্রেটার ম্যানচেস্টারকে টায়ার-৩ লক ডাউনে নিয়ে যায় তো এখানকার সকল ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। বার, রেস্তুরা, পাব সব বন্ধ করে দিতে হবে। বেকারত্বের সাথে সাথে অর্থনৈতিক চরম সংকট দেখা দিবে। কাউন্সিলগুলি তাদের রাজস্ব হারাবে যার সরাসরি প্রভাব পড়বে নাগরিক বিভিন্ন সুযোগ সুবিধার উপর। জনাব বারহাম অভিমত ব্যক্ত করে বলেন, সরকারের উচিত সর্বোচ্চ লক ডাউন না দিয়ে গ্রেটার ম্যানচেস্টারে কভিড-১৯ টেস্টের সংখ্যা বাড়ানো এবং হাসপাতালগুলিকে আরো সাহায্য প্রদান করা।
এর আগে মেয়র এন্ডি তার সহযোগীদের নিয়ে পাবলিক হেলথ ইংল্যান্ডের উপ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রফেসর জনাথন ভ্যান টাম এর সাথে দেখা করেন এবং করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মেয়র এন্ডি খুব শিগ্রী এই বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সাথে দেখা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।





