গ্রেটার ম্যানচেস্টারে করোনা সংক্রামণের হার হ্রাস পাচ্ছে।
বিগত কয়েক মাস ধরে গ্রেটার ম্যানচেস্টারের করোনা ভাইরাসের সংক্রামণের হার কমতির দিকে। ১০টি বারায়
আক্রান্ত রোগীর সংখ্যা আশানুরুপভাবে কমে এসেছে।
রচডেল এখনো পর্যন্ত সর্বোচ্চ সংক্রামনের হার নিয়ে উপরে আছে।
পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য মতে, সর্বশেষ এই রিজনে প্রতি লাখে ৫০.৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ৫ এপ্রিল পর্যন্ত সমস্ত রিজনে সর্বমোট ১,৪৪৪ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে কভিড – ১৯ এ।
এপ্রিলের ৫ তারিখ পর্যন্ত সপ্তাহান্তের গড় আনুপাতিক হার বিশ্লেষণ করে দেখা যায় যে গ্রেটার ম্যানচেস্টারের বারাগুলির মধ্যে সংক্রামণের দিক দিয়ে সর্বোচ্চে আছে রচডেল লাখে ৬৩.৮ এবং সর্বনিম্ন সলফোর্ড লাখে ৩৪.৮ ।
পুরো গ্রেটার ম্যানচেস্টারের আনুপাতিক হার বিবেচনা করলে এই সপ্তাহের আক্রান্তের সংখ্যা গত সপ্তাহ থেকে ১,১১৫ জন কম ছিল যা প্রায় ৪১ শতাংশ কম গত সপ্তাহের তুলনায়।





