#গ্রেটার ম্যানচেস্টার

গ্রেটার ম্যানচেস্টারে কভিড -১৯ এ আক্রান্ত স্কুলের সংখ্যা ৪৫৯ ছাড়িয়েছে ।

সেপ্টেম্বরের স্কুল খুলে দেয়ার পর থেকে এখন পর্যন্ত গ্রেটার ম্যানচেস্টারের ৪৫৯টি স্কুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

রিসেপশন, নার্সারী, প্রাইমারি ও সেকেন্ডারি মিলিয়ে ৪৫৯টি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষীকা ও অন্যান্য স্টাফদের মধ্যে এই ভাইরাস দেখা গেছে। আক্রান্ত স্কুলগুলির নিৰ্দিষ্ট কিছু ক্লাসের সকল শিক্ষার্থী ও কর্মীদেরকে ১৪ দিনের সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে। কোন কোন স্কুলের দুই তৃতীয়াংশ ছাত্র ছাত্রীকে আইসোলেশনে রাখা হয়েছে। বারির ফিলিপ্স হাই স্কুলের শুধু ইয়ার-১১ এ ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। হাইডের গডলে কমিউনিটি প্রাইমারি স্কুলের শুধু নার্সারী ক্লাস বাদে বাকি সব শিক্ষার্থীদেরকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে। ওয়াইগানের ডিন ট্রাস্ট স্কুলটিকে পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে এক সপ্তাহের জন্যে। গর্টনের মেল্যান্ড হাই স্কুলের ইয়ার -৮ এর সকল শিক্ষার্থীদের ২য় বারের মতো সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক – শিক্ষিকা, পাঠদান সহযোগী, পরিছন্নকর্মী ও অফিস সহকারীরাও আছেন।

স্কুল খোলার আগে থেকেই সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও কোন ভাবে রোধ করা যাচ্ছেনা কভিড – ১৯ এর সংক্রামন। দিন দিন বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে স্কুলগুলি পুরোপুরি বন্ধ করে দেয়া ছাড়া আর কোন গতি থাকবে না। কোন কোন স্কুল ইতিমধ্যেই শিক্ষার্থীদের বাসায় রেখে বিকল্প পদ্ধতিতে পাঠদানের কথা ভাবছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *