গ্রেটার ম্যানচেস্টারে এক সপ্তাহে কভিড – ১৯ এ ২৮ জনের মৃত্যু !
করোনা মহামারীর শুরু থেকে গ্রেটার ম্যানচেস্টারে এক সপ্তাহের মধ্যে কভিড – ১৯ এ আক্রান্ত হয়ে জুনের পর সর্বোচ্চ সংখ্যাক মৃত্যু রেকর্ড করা হয়েছে।
পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য অনুযায়ী ১১ সেপ্টেম্বরের মধ্যে গ্রেটার ম্যানচেস্টারের হাসপাতালগুলিতে করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে ২৮ জনের মৃত্যু হয়। এর আগে ২৬শে জুন এক সপ্তাহে ৩২ জন মারা গিয়েছিলে। এখন পর্যন্ত এই রিজনে এক সপ্তাহে সর্বোচ্চ কভিড -১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু রেকর্ড করা হয়েছিলো এপ্রিলের শেষ সপ্তাহে যার সংখ্যা ছিলো ২১৩ জন।
বলটন এখন পর্যন্ত সমগ্র যুক্তরাজ্যের মধ্যে সর্বাধিক সংক্রামণের হার ধরে রেখেছে। গত সপ্তাহের হিসাব অনুযায়ী বলটনে আক্রান্তের হার প্রতি এক লক্ষে ১৭৯.১ । বলটন ছাড়াও আরো ৬টি বারা এই রিজনে রেড এলার্ট জোনে আছে, এগুলো হলো – ম্যানচেস্টার, ওল্ডহ্যাম, বেরি, টেমসাইড, ট্রাফোর্ড, সালফোর্ড ও রচডেল।





