গ্রেটার ম্যানচেস্টারের করোনা পরিস্থিতি ভালোর দিকে।
বিগত কয়েক মাস ধরে গ্রেটার ম্যানচেস্টারের করোনা ভাইরাসের সংক্রামণের হার কমতির দিকে। যদিও ৪টি বারায় কিছুটা বেড়েছে, তবে সামগ্রিক ভাবে অবস্থা অনেকটাই উন্নতির পথে।
পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য মতে, সর্বশেষ এই রিজনে প্রতি লাখে ৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মার্চের ২৭ তারিখ পর্যন্ত সর্বমোট ২,৫৯৩ জন করোনা পজিটিভ পাওয়া গেছে।
মার্চের ২৭ তারিখ পর্যন্ত সপ্তাহান্তের গড় আনুপাতিক হার বিশ্লেষণ করে দেখা যায় যে গ্রেটার ম্যানচেস্টারের ৪টি বারাতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এগুলো হচ্ছে ওল্ডহ্যাম, ট্রাফোর্ড, ম্যানচেস্টার ও বলটন। এর মধ্যে ওল্ডহ্যাম ১১১ স্কোর নিয়ে সর্বোচ্চে আছে। ইংল্যান্ডের যে ১২টি শহর সংক্রামণের দিক দিয়ে শীর্ষে আছে, ওল্ডহ্যাম তাদের একটি।





