#গ্রেটার ম্যানচেস্টার

গ্রেটার ম্যানচেস্টারের করোনা সংক্রামন আবারো উর্ধমুখী !

২০২১ সালের শুরুর দিকে করোনা ভাইরাসের সংক্রামণের হার কিছুটা কমতির দিকে থাকলেও বিগত দুইমাসে গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারায় আশঙ্কাজনকভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য মতে, গত দুই সপ্তাহে গ্রেটার ম্যানচেস্টারের প্রায় প্রত্যেকটি বারায় ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ভয়াবহ আকার ধারণ করছে। শুরুতে বলটন ও ব্লাকবার্নে এর আধিক্য থাকলেও, এখন অন্যান্য বারাতেও রেকর্ড সংখ্যক পজিটিভ রোগী পাওয়া যাচ্ছে।

ম্যানচেস্টার কাউন্সিলে এই মুহূর্তে সর্বোচ্চ সংখ্যক করোনা পজিটিভ রোগী অবস্থান করছে। ১৮ জুন পর্যন্ত এই কাউন্সিলে প্রতি লাখে ৩৬৮.৩ জন মানুষের মধ্যে ডেল্টা ভ্যারিয়ান্ট শনাক্ত হয়েছে। এছাড়া বেরিতে ৩৪৩.১, সালফোর্ডে ৩৪২.৪, ওয়াইগান ৩০৬.৭, ট্রাফোর্ড ২৬০.৮, বলটন ২৫৪.২, রচডেল ২৩৯.৬, ওল্ডহ্যাম ২১৮.৯, টেমসাইড ২১৪.৬ এবং স্টকপোর্ট ১৯৯.৪ ।

গ্রেটার ম্যানচেস্টারের সবগুলি বারাই করোনা ভাইরাস সংক্রামণের জাতীয় গড় অনুপাত (৯৮.২) থেকে দুই-তিনগুন বেশী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *