#গ্রেটার ম্যানচেস্টার

গ্রেটার ম্যানচেস্টারের ৮টি বারাই এখন রেড জোনে।

কভিড -১৯ এর সংক্রামণের হার ক্রমাগত উর্ধমুখী গ্রেটার ম্যানচেস্টারে। বৃহস্পতিবারে (১৭ সেপ্টেম্বর) একদিনে ৬৪৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা পূর্ববর্তী দিনের চেয়ে ২০০ বেশী।

১০টি বারার মধ্যে স্টকপোর্ট ও ট্রাফোর্ডকে ছেড়ে বাকী ৮টি এখন রেড জোনে। এরমধ্যে বলটন ও বারিতে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। বলটন ১৮৯.৯ সংক্রামন হার নিয়ে এখনো পর্যন্ত পুরো যুক্তরাজ্যের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে এবং ওল্ডহ্যাম ১১৩.৪ নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

হঠাৎ করে এই রিজনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার একটা কারণ হিসেবে অনেকে বলছেন, গত দুই সপ্তাহ ধরে এন এইস এস করোনা টেস্ট বুকিং ওয়েব সাইটটি অকার্যকর থাকায় হঠাৎ করেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগে যারা টেস্ট করাতে পারেননি তারা এখন করছেন, পাশাপাশি নতুন ভাবে অনেকে যুক্ত হয়েছেন। তবে কারণ যাই হউক, রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *