গ্রেটার ম্যানচেস্টারের ৪০টি স্কুলে করোনা ভাইরাস শনাক্ত।
স্কুল খুলে দেওয়ার এক সপ্তাহের মধ্যে গ্রেটার ম্যানচেস্টারের ৪০টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে করোনা ভাইরাস পাওয়া গেছে।
দীর্ঘ পাঁচ মাস স্কুল বন্ধ থাকার পর গত ৩রা সেপ্টেম্বর গ্রেটার ম্যানচেস্টারের সকল স্কুল খুলে দেয়া হয়। যথারীতি সকল স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলিকে ভালো ভাবে সংক্রামন মুক্ত করে, সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস শুরু হয়। ক্লাস শুরু হওয়ার একদিনের মাথায়ই অনেক স্কুল তাদের কিছু সংখ্যক শিক্ষার্থীদের বাড়িতে ফেরত পাঠিয়ে সেলফ আইসোলেশনে যেতে বলে। ওয়াইগানের ডিন ট্রাস্ট হাই স্কুলের পুরো ইয়ার – ৮ ক্লাসকে সেলফ আইসোলেশনে পাঠানো হয় স্কুলের দ্বিতীয় দিনে, একজন শিক্ষার্থীর দেহে কভিড -১৯ শনাক্ত হওয়ার পর। সেই থেকে শুরু হয়ে আজ স্কুলের ৫ম দিন আসা পর্যন্ত গ্রেটার ম্যানচেস্টারের প্রায় ৪০টি স্কুলের বিভিন্ন ক্লাসের অনেক সংখ্যক শিক্ষার্থীকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে, যার মধ্যে হোয়াইটফিল্ডের সেইন্ট বার্নাডেট রোমান ক্যাথলিক প্রাইমারি স্কুলের দুই তৃতীয়াংশ শিক্ষার্থীই এখন সেলফ আইসোলেশনে।
পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে, এতে করে খুব শিগ্রী গ্রেটার ম্যানচেস্টার কম্বাইন্ড অথরিটি সকল স্কুলগুলিকে পুনরায় বন্ধ ঘোষণা করে দেয়া ছাড়া কোন বিকল্প থাকবে বলে মনে হয়না।





