#গ্রেটার ম্যানচেস্টার

গ্রেটার ম্যানচেস্টারের ৩টি বারা থেকে লক ডাউন তুলে নেয় হচ্ছে।

করোনা মহামারী রোধকল্পে গত ৩০শে জুলাই স্থানীয় সরকার কর্তৃক গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারায় যে লক ডাউন ঘোষণা করা হয়েছিলো, সেখান থেকে ৩টি বারাকে আগামী ৩রা সেপ্টেম্বর বুধবার হতে লক ডাউন শিথীল করা হচ্ছে। বারাগুলি হচ্ছে বলটন, ট্রাফোর্ড এবং স্টকপোর্ট।

গত দুই সপ্তাহ ধরে কভিড -১৯ সংক্রামণের সংখ্যা ক্রমাগত নিচের দিকে যাওয়ায় গ্রেটার ম্যানচেস্টার কাউন্সিল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ওল্ডহ্যাম এখনো রেড এলার্টের মধ্যে রয়েছে। ওল্ডহ্যামের জন্যে সর্বোচ্চ লক ডাউন ব্যবস্থা বলবৎ থাকবে।

এছাড়া ম্যানচেস্টার, রচডেল, টেমসাইড সহ বাকি বারাগুলি স্বাভাবিক লক ডাউনের আওতায় থাকবে। ওয়াইগান শুরু থেকেই সর্বনিম্ন আক্রান্তের সংখ্যা নিয়ে চার্টের নিচে অবস্থান করছিলো, এখনো তাই আছে। সংগত কারণেই ওয়াইগানকে লক ডাউনের বাইরে রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *