গ্রেটার ম্যানচেস্টারের ১১০ টি স্কুল এখন সেলফ আইসোলেশনে।
স্কুল খোলার দুই সপ্তার মধ্যে গ্রেটার ম্যানচেস্টারের ১১০ টি প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদেরকে ১৪ দিনের সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।
স্কুল খোলার আগে থেকেই সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও কোন ভাবে রোধ করা যাচ্ছেনা কভিড – ১৯ এর সংক্রামন। দিন দিন বেড়েই চলেছে।
এদিকে, করোনা ভাইরাস টেস্ট নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েব সাইটটিও ঠিক মতো কাজ না করায়, অনেকে চাইলেও টেস্ট করাতে পারছেন না। সেলফ আইসোলেশনের পর কভিড – ১৯ টেস্ট করিয়ে নেগেটিভ আসলেই কেবল মাত্র যে যার যার কর্মস্থলে বা স্কুলে ফিরতে পারবেন। কিন্তু ওয়েব সাইটটি কার্যকর না হওয়ায় কেউ টেস্ট বুকিং দিতে পারছেন না, ফলে অনেকেই ১৪ দিন পার হয়ে যাওয়ার পরও ঘরে বসে আছেন।
উদ্ভুত পরিস্থিতি নিয়ে এন এইস এসকে বার বার ওয়াকিবহাল করা হলেও কোন সদুত্তর পাওয়া যায় নি।





