গ্রেটার ম্যানচেস্টারের বিপুল সংখ্যক রোগী ওয়েটিং লিস্টে !
বিশেষায়িত চিকিৎসার প্রয়োজনে গোটা দেশে প্রায় ৫.১ মিলিয়ন রোগী এই মুহূর্তে ওয়েটিং লিস্টে রয়েছেন, যাদের মধ্যে অধিকাংশ হাঁটু, কোমর ও অন্যান্য ছোট বড় অপারেশনের জন্যে দীর্ঘদিন যাবত অপেক্ষায় আছেন।
করোনা মহামারির কারণে সাধারণ চিকিৎসা ব্যবস্থা অনেকটাই ব্যাহত হয়েছে গত এক বছরে, যার কারণে অপেক্ষমান অনেক রোগীকে ধীর্ঘদিন ধরে কাঙ্খিত চিকিৎসা সেবা দেয়া সম্ভব হয়নি।
গ্রেটার ম্যানচেস্টারের চিত্রও এর ব্যতিক্রম নয়। প্রায় লক্ষাধিক রোগী বছরের উপর অপেক্ষায় আছেন তাদের হাঁটু ও কোমর প্রতিস্থাপনের জন্যে। পাবলিক হেল্থ ইংল্যান্ডের তথ্য অনুযায়ী, স্টকপোর্ট বারায় ৩৭,০০০, সালফোর্ড বারায় ৩২,০০০ এবং ম্যানচেস্টারে ৬৬,০০০ রোগী ওয়েটিং লিস্টে আছেন। এদের মধ্যে ২৭,৩০৮ জন রোগী বছরেরও উপরে এবং ১৭২ জন দুই বছর ধরে অপেক্ষায় আছেন তাদের প্রতীক্ষিত চিকিৎসা সেবা পাওয়ার জন্যে।
এনএইসএস ইংল্যান্ড বলছে, এই অপেক্ষার জট খুব শিগ্রী লাঘু হবে। করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। খুব তাড়াতাড়ি সাধারণ রোগীর সেবার মান বৃদ্ধিতে সচেষ্ট হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।





