গ্রেটার ম্যানচেস্টারের গর্টন এলাকায় পানির সংকট !
গ্রেটার ম্যানচেস্টারের দক্ষিণে অবস্থিত গর্টন এলাকায় আজ সকাল হতে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ইউনাইটেড ইউটিলিটি’ জানিয়েছে, হাইড রোডে পানি সরবরাহের মূল একটি পাইপ ফেটে যাওয়ায় এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। তাদের ইঞ্জিনিয়াররা এই মুহূর্তে ফেঁটে যাওয়া পাইপটি মেরামতের চেষ্টা চালাচ্ছেন। খুব দ্রুত পুনরায় পানি সরবরাহ সচল করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এলাকাবাসীর কাছে এই সাময়িক অসুবিধার জন্যে দুঃখ প্রকাশ করে ‘ইউনাইটেড ইউটিলিটি’ জানিয়েছে, নতুন তথ্যের জন্যে তাদের ওয়েবসাইটে চোখ রাখার জন্যে।





