গ্রেটার ম্যানচেস্টারের করোনা পরিস্থিতি উন্নতির দিকে।
বিগত কয়েক সপ্তাহের তুলনায় গ্রেটার ম্যানচেস্টারের করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমতির দিকে।
১০টি বারার মধ্যে ট্রাফোর্ড ও স্টকপোর্ট সংক্রামণের দিক দিয়ে সর্বনিম্নে আছে। যদিও ওল্ডহ্যাম এখনো সর্বোচ্চ স্থান ধরে রেখেছে।
পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য মতে, শনিবার (২১ নভেম্বর ) পর্যন্ত ওল্ডহ্যামে এক সপ্তাহে সর্বমোট ৩৮৮ (প্রতি ১ লক্ষে ) জনের দেহে কভিড -১৯ শনাক্ত হয়েছে যা এর পূর্ববর্তী সপ্তাহের থেকে প্রায় অর্ধেক। রচডেল ৩৬০ সংখ্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে এবং বেরি ৩১৪ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে আছে। বাদ বাকী বারাগুলিতে আশানুরুপ ভাবে সংক্রামণের সংখ্যা কমে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, গ্রেটার ম্যানচেস্টার খুব সম্ভবত এর দ্বিতীয় তরঙ্গ পার করে গেছে। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার নিম্নগতি এর প্রমান বহন করে। তবে এখনো স্থানীয় লক ডাউন তুলে নেয়ার মতো সস্থিজনক অবস্থানে যায়নি। এ সপ্তাহের উন্নতি স্থানীয় ও জাতীয় কঠোর লক ডাউনের প্রতিফল বলে তারা মনে করেন।





