গার্ডেনে পার্টি করার জন্যে মহিলাকে £১০০ ফাইন !
ম্যানচেস্টারের গরটন এলাকার হারলো ড্রাইভে পার্টি করার জন্যে এক মহিলাকে ১০০ পাউন্ড জরিমানা প্রদান করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।
স্থানীয় সূত্র মতে, শনিবারে বিকেলে উক্ত মহিলার গার্ডেনে বিশাল সামিয়ানা দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। দিন গড়ানোর সাথে সাথে অনেক মানুষের কোলাহল শুনতে পেয়ে কারো আর বুঝতে বাকী থাকেনা যে, কি চলছে গার্ডেনে। লক ডাউন পরিস্থিতিতে কোন মতেই বাইরের কাউকে এনে ঘরে বা আঙ্গিনায় জড়ো করার কোন অনুমতি নেই। এমতাবস্থায় উপায়ান্তর না দেখে প্রতিবেশীরা পুলিশ ডাকতে বাধ্য হয়।
পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে, সবাইকে যার যার ঘরে ফিরে যাবার নির্দেশ দেয় এবং আয়োজনকারী মহিলাকে সতর্ক করে দিয়ে ১০০ পাউন্ডের একটি পেনাল্টি নোটিশ ধরিয়ে দিয়ে যায়।





